/anm-bengali/media/media_files/woFP5jfIkrz2vIsfSA68.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: তাঁর গাড়ি লক্ষ্য করে চলে গুলি। অল্পের জন্য রক্ষা পান ভীম আর্মি প্রধান তথা দলিত নেতা চন্দ্রশেখর আজাদ। গুলি তাঁর গা ঘেঁষে বেরিয়ে যায়। উত্তরপ্রদেশের সাহারানপুরের ঘটনা। এই ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশ সরকারকে নিশানা করলেন চন্দ্র শেখর আজাদ। ভীম আর্মি নেতা চন্দ্র শেখর আজাদ জানান, তিনি তাঁর জীবনের জন্য লড়াই করছেন। কিন্তু অপরাধীরা এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তাঁর বক্তব্য, "ক্ষমতায় থাকা ব্যক্তিদের মদত ছাড়া এই কাজ করা সম্ভব নয়। সরকারের তরফে যথেষ্ট অবহেলা রয়েছে।" সব শেষে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী একটা কথাও বলেননি। এর থেকেই বোঝা যাচ্ছে, তিনি অপরাধীদের রক্ষা করছেন।"
#WATCH | Bhim Army leader Chandra Shekhar Aazad says, "...I was fighting for my life but the criminals are still roaming free. This can't be done without the protection of those in power...I believe that this is an acute negligence by the Government. Chief Minister has not said a… https://t.co/GE717wWdRDpic.twitter.com/QLa5c6x9wl
— ANI (@ANI) June 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us