/anm-bengali/media/media_files/NFJRfroZqMHuFTtPs1HT.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ অপেক্ষার অবসান। এবার জানা গেল যে কবে দর্শন মিলবে অযোধ্যার রাম মন্দিরের রাম মূর্তির। আগামী বছরের শুরুতেই রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত হতে চলেছে রামের মূর্তি। আগামী বছর ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিনটিকেই রাম মন্দিরে রামের মূর্তি স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানালেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। মূর্তি স্থাপনা উপলক্ষ্যে একটানা ১০ দিন ধরে চলবে এক বিশেষ অনুষ্ঠান। ভক্তদের কথা মাথায় রেখে দেশ-বিদেশ থেকে যাতে এই মূর্তি স্থাপনের অনুষ্ঠান সম্প্রচার করা হয়, তার চেষ্টাও নাকি চলছে। ২০২০ সালের ৫ অগস্ট রাম মন্দিরের ভূমিপুজো ও ভিত্তি প্রস্থর স্থাপন করা হয় যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই চার তলা রাম মন্দিরের প্রথম তলের নির্মাণ শেষ করে দেওয়া হবে বলে জানা গেছে। রাম কথা শোনানোর জন্য রাখা হবে এই অংশটি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us