/anm-bengali/media/media_files/ajhxTFnpYtrgaFnDyOnS.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ২০২৪-এর ২২ জানুয়ারী, রাম মন্দিরের 'প্রাণ প্রতিস্থা' হতে চলেছে। বহু চর্চিত অযোধ্যার রাম মন্দিরের আনুষ্ঠানিক পথ চলা শুরু হবে এদিন থেকেই। স্বাভাবিক ভাবেই যে মন্দিরকে ঘিরে উত্তরপ্রদেশের এক যুগের ইতিহাস রচনা, তাকে ঘিরে যে বাড়তি সতর্কতা থাকবে রাজ্য জুড়ে, তা বলাই বাহুল্য।
এখন থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে অযোধ্যা সহ গোটা উত্তর প্রদেশ। এই বিষয়ে এদিন আইজি অযোধ্যা প্রবীণ কুমার বলেন, “আমরা সমস্ত ব্যবস্থা করেছি। আমরা সতর্ক থাকছি এবং প্রযুক্তির সাহায্যও নিচ্ছি। যাতে কেউ অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য জনসাধারণকে আগে থেকেই ডাইভারশনের পরিকল্পনার কথা জানাব আমরা। এছাড়াও একাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বিভিন্ন রাস্তার মোড়ে। ২৪ ঘন্টা সার্ভিলেন্সের মধ্যে থাকবে সমগ্র অযোধ্যাই”।
#WATCH | Uttar Pradesh: Ahead of the 'Pran Pratishtha' of Ram Mandir on January 22, 2024, Praveen Kumar, IG Ayodhya Zone says, "We have made all the arrangements. We are alert and are also taking the help of technology. We will inform the public about the diversion plans in… pic.twitter.com/VrflFFExmy
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) December 16, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us