আনন্দ-উৎসবে রাম মন্দিরে আতঙ্ক, বোমাতঙ্ক মন্দির প্রাঙ্গণে

মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ram temple vior.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যার রাম মন্দিরে বোমাতঙ্কের হুমকি ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো গোটা এলাকা জুড়ে। মঙ্গলবার এই হুমকি পাওয়ার পর সাইবার থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। কোথা থেকে এই হুমকি বার্তা এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ। 

সূত্রের খবর, সোমবার গভীর রাতে রাম জন্মভূমি ট্রাস্টের দপ্তরে একটি হুমকিমূলক ইমেল এসে পৌঁছায়। মেইলে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই বিষয়টি অযোধ্যা প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলিকে জানানো হয় এবং মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ram temple morning view.jpg

হুমকির খবর ছড়িয়ে পড়তেই রাম মন্দির চত্বর এবং সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিএসএফ ও এনএসজি-এর টিমও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গিয়েছে। মন্দিরে প্রবেশকারী দর্শনার্থীদের কড়া তল্লাশি চালাচ্ছে প্রশাসন।

হুমকির জেরে শুধু অযোধ্যা নয়, বারাবাঁকি, গোঁড়ি, সুলতানপুর-সহ একাধিক পার্শ্ববর্তী জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সাইবার সেল জানিয়েছে, ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।