‘আজ হিন্দুদের জন্যে ঐতিহাসিক দিন’, বলছে অযোধ্যা

৫০০ বছরের সংগ্রাম এবং লক্ষ লক্ষ ত্যাগের কথা আপনাদের অবশ্যই জানা উচিত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
hindu

File Picture

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যায় আজ ধ্বজারোহণ। গোরক্ষপুর ভিএইচপির যুগ্ম সম্পাদক সগুন শ্রীবাস্তব এদিন সেই নিয়ে দিলেন প্রতিক্রিয়া। এদিন তিনি বলেন, “এই ধ্বজারোহণ আজ সমগ্র হিন্দু সম্প্রদায়ের পুনর্প্রতিষ্ঠা। আমাদের পতাকা যত উঁচুতে উত্তোলিত হবে, আমরা তত বেশি গর্ব বোধ করব। ৫০০ বছরের সংগ্রাম এবং লক্ষ লক্ষ ত্যাগের কথা আপনাদের অবশ্যই জানা উচিত। ২০২৪ সালের ২২ জানুয়ারি যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন সারা বিশ্বে ভারতের গর্ব বৃদ্ধি পেয়েছিল। হিন্দু সমাজের গর্ব বৃদ্ধি পেয়েছিল, এবং আজ তা পূর্ণ হচ্ছে। আজ একেবারে ঐতিহাসিক দিন। এটি এমন এক যুগের দিন যা এই পৃথিবীতে আর কখনও আসবে না। এর জন্য, প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা প্রশংসনীয়। আমরা, হিন্দু ধর্মের মানুষ, সমগ্র হিন্দু সম্প্রদায়কে উন্নীত করার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি”।