/anm-bengali/media/media_files/2025/10/15/screenshot-2025-10-15-103-pm-2025-10-15-22-36-03.png)
নিজস্ব সংবাদদাতা: ভারত সফরে এসে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন ভারত-অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিলেন। তিনি বলেন, “আমাদের উভয়ের পরিপূরক শক্তি রয়েছে — এবং তা অভাবনীয় মাত্রায়। অস্ট্রেলিয়া পরিষ্কার জ্বালানি উদ্ভাবন, গবেষণা, উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে গভীর দক্ষতা নিয়ে এসেছে। আর ভারত ডিজিটাল ও প্রযুক্তি ক্ষেত্রে এক বিশ্বনেতা — এক কথায়, একটি শক্তিশালী কেন্দ্র।”
/anm-bengali/media/post_attachments/6d250285-155.png)
চন্দ্রযান মিশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনারা চাঁদে রকেট পাঠিয়েছেন, চন্দ্রযান মিশনের সফল অবতরণ বিশ্বে ভারতের নেতৃত্বের প্রমাণ। অস্ট্রেলিয়া ভারতের প্রযুক্তিগত সাফল্যকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে।” বোয়েন আরও বলেন, “দু’দেশেই বিশাল প্রতিভা রয়েছে, যা নবায়নযোগ্য শক্তির সম্ভাবনাকে আরও খুলে দিতে পারে। যদি আমরা আরও গভীর সহযোগিতা গড়ে তুলতে পারি, তবে তা উভয় দেশের জন্যই বিশাল লাভের বিষয় হবে।” পরিবেশ ও শক্তি ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে, বোয়েনের এই মন্তব্য ভারত-অস্ট্রেলিয়া অংশীদারিত্বের গুরুত্ব আরও একবার সামনে এনে দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
#WATCH | Delhi: Australian Minister for Climate Change and Energy, Chris Bowen says, "We do have complementary strengths, incredibly so. Australia brings deep expertise in clean energy innovation, R&D and education. India is a global leader in digital and technological and it is… pic.twitter.com/52DwoJbFcw
— ANI (@ANI) October 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us