আরজেডিকে আক্রমণ: ‘ফোডার কেলেঙ্কারিই তাদের পরিচয়’ — কন্ডা বিষ্ণেশ্বর রেড্ডি

কন্ডা বিষ্ণেশ্বর রেড্ডি কি বললেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-16 10.01.11 PM

c

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ কন্ডা বিষ্ণেশ্বর রেড্ডি আরজেডিকে কটাক্ষ করে বলেছেন, "যে কেউ স্বপ্ন দেখতে পারে। কিন্তু বিহারে আরজেডির ক্ষমতায় ফেরা আসলে তাদের দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়।"

তিনি আরও বলেন, আরজেডির দলের আসল পরিচয়ই হলো "ফোডার কেলেঙ্কারি"। তাঁর দাবি, "বিহার থেকে শুরু করে গোটা ভারতই জানে যে ফোডার স্ক্যামই ওই দলের পরিচিতি এবং বৈশিষ্ট্য।"