/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে গুজরাট এটিএস (ATS)। এই ধৃতদের নাম হল, আমেদাবাদের ফারদিন শেখ, দিল্লির মোহাম্মদ ফাইক, নয়ডার জিশান আলি ও মোদাসার সাইফুল্লাহ কুরেশি। এদের বিরুদ্ধে UAPA এবং BNS-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে এটিএস (ATS)-এর ডিআইজি (DIG) সুনীল জোশী জানিয়েছেন,''গত ১০ই জুন ইনস্টাগ্রামে ৫টি অ্যাকাউন্টের মাধ্যমে আল-কায়েদার চিন্তা-ভাবনা ছড়ানোর তথ্য পাওয়া যায়। এরপর তদন্তে জানা যায়, এই ধৃতরাই ভারতের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক, জেহাদি ও গণতন্ত্রবিরোধী কনটেন্ট প্রচার করছিল। এছাড়াও ফারদিনের কাছ থেকে একটি তরোয়াল ও ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে।'' তিনি আরও বলেন,''অভিযুক্তরা ইনস্টাগ্রামে টিম তৈরি করে শরিয়াহ আইনের প্রচার করছিল এবং বিভিন্ন পাকিস্তানি অ্যাকাউন্টের সঙ্গেও এদের যোগাযোগ ছিল।'' ফারদিন ও সাইফুল্লাহকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বাকি দুজনকে আগামীকাল আদালতে তোলা হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/16/M0Qgtsks454HzOqGDCYl.jpeg)
#WATCH | Gujarat ATS arrested four people with links to AQIS (Al-Qaeda in the Indian subcontinent). They have been identified as Fardeen Shaikh r/o Ahmedabad, Mohd Faiq r/o Delhi, Zeeshan Ali r/o Noida and Saifullah Qureshi r/o Modasa. Sections of UAPA and BNS invoked in FIR. Two… pic.twitter.com/eqvzSjl1J5
— ANI (@ANI) July 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us