BREAKING: ইনস্টাগ্রামে চলতো শরিয়াহ আইনের প্রচার ! জেহাদি মনোভাবের ৪ আল কায়েদা জঙ্গির বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য দিল পুলিশ

দেখুন এইমুহূর্তের সবথেকে বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে গুজরাট এটিএস (ATS)। এই ধৃতদের নাম হল, আমেদাবাদের ফারদিন শেখ, দিল্লির মোহাম্মদ ফাইক, নয়ডার জিশান আলি ও মোদাসার সাইফুল্লাহ কুরেশি। এদের বিরুদ্ধে UAPA এবং BNS-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে এটিএস (ATS)-এর ডিআইজি (DIG) সুনীল জোশী জানিয়েছেন,''গত ১০ই জুন ইনস্টাগ্রামে ৫টি অ্যাকাউন্টের মাধ্যমে আল-কায়েদার চিন্তা-ভাবনা ছড়ানোর তথ্য পাওয়া যায়। এরপর তদন্তে জানা যায়, এই ধৃতরাই ভারতের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক, জেহাদি ও গণতন্ত্রবিরোধী কনটেন্ট প্রচার করছিল। এছাড়াও ফারদিনের কাছ থেকে একটি তরোয়াল ও ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে।'' তিনি আরও বলেন,''অভিযুক্তরা ইনস্টাগ্রামে টিম তৈরি করে শরিয়াহ আইনের প্রচার করছিল এবং বিভিন্ন পাকিস্তানি অ্যাকাউন্টের সঙ্গেও এদের যোগাযোগ ছিল।'' ফারদিন ও সাইফুল্লাহকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বাকি দুজনকে আগামীকাল আদালতে তোলা হবে।

LASHKAR