/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : অন্ধ্রপ্রদেশের কুর্নূল জেলার চিন্নাটেকুরের কাছে একটি বেসরকারি যাত্রীবাহী বাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৩টা নাগাদ বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদগামী একটি বাসটি একটি দুই-চাকার যানের সঙ্গে ধাক্কা লাগার পরেই তাতে দ্রুত আগুন লেগে যায়।
পুলিশের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, বাসের ভেতরে থাকা বেশ কিছু দেহ সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে যাওয়ায় সেগুলির পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
সরকারি সূত্র অনুযায়ী,এই দুর্ঘটনাটি ঘটে ভোর প্রায় ৩:৩০ মিনিটে। ওই বাসটির সঙ্গে হঠাৎ করেই একটি দুই-চাকার গাড়ির ধাক্কা লাগে, যার ফলে বাসের সামনের অংশে দ্রুত আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুসারে, ওই বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে এখনও পর্যন্ত ১৮ জন যাত্রী জীবিত অবস্থায় শনাক্ত হয়েছেন। পুলিশ জানিয়েছে,''এই দুর্ঘটনার পর প্রায় ১২ জন যাত্রী আপৎকালীন দরজা (emergency exit) ভেঙে সামান্য আঘাত নিয়ে প্রাণে বাঁচতে সক্ষম হন। তাঁদের দ্রুত কুর্নূল সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।''
ওই বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন এবং নিখোঁজদের সন্ধানে ইতিমধ্যে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ এই দুর্ঘটনার সঠিক কারণ ও বাসে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us