রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী, হাতজোড় করলেন দ্রৌপদী মুর্মু

আজ রাষ্ট্রপতি ভবনে ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিলেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী। তিনি আজ বহু মানুষকে স্বাগত জানিয়েছেন। রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

author-image
SWETA MITRA
New Update
wqwqw12.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্টজনেরা। জানা গিয়েছে, আজ রাষ্ট্রপতিভবনেস্বাধীনতাদিবসউপলক্ষেরাষ্ট্রপতিদ্রৌপদীমুর্মুর তরফেআয়োজন করা হয়েছে 'অ্যাটহোম' সংবর্ধনাঅনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী, উপরাষ্ট্রপতিজগদীপধনখড়এবংতাঁরস্ত্রীসুদেশধনখড়সহ বহু বিশিষ্টজনেরা। অনেক বিদেশী অতিথি এদিন সকলের নজর কেড়েছে। সকল অতিথিকে হাতজোড় করে অভিবাদন জানান স্বয়ং রাষ্ট্রপতি।