/anm-bengali/media/media_files/DXFASOgqbmEsH4OUAxup.jpg)
মহাকুম্ভের উৎসবে মেতে উঠেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ। প্রায় প্রতিদিনই লক্ষ লক্ষ দর্শনার্থী মহাকুম্ভে অংশগ্রহণ করতে পৌঁছে যাচ্ছেন প্রয়াগরাজে। কিন্তু তারমধ্যেই মাঝে মাঝে এমন কয়েকটি বীভৎস দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যা নিয়ে রীতিমতো চাপে পড়তে হচ্ছে যোগী আদিত্যনাথের সরকারকে। আর এরমধ্যেই যোগী আদিত্যনাথকে চরম কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির নেতা আশুতোষ ভর্মা প্যাটেল। এইদিন তিনি বলেন যে '' মানুষের সমস্যা গুলির সমাধান করার বদলে যোগী আদিত্যনাথ সমাজবাদী পার্টিকে টার্গেট করায় বেশি মনযোগ দেয়, মহাকুম্ভের ব্যবস্থাপনায় নিজেদের ব্যর্থতা ঢাকতে সমাজবাদী পার্টিকে টার্গেট করছে যোগী আদিত্যনাথের সরকার। দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে, কোথাও কোথাও আগুন লাগার ঘটনাও সামনে আসছে, মানুষকে দীর্ঘক্ষণ ট্র্যাফিকে আটকে থাকতে হচ্ছে, মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। মহাকুম্ভের ব্যবস্থাপনায় যোগী আদিত্যনাথের সরকার সম্পূর্ণ ব্যর্থ।'' এমনটাই মনে করছেন আশুতোষ। এই ধরণের কটাক্ষের মাধ্যমে যোগী আদিত্যনাথের চাপ আরও অনেকটাই বাড়িয়ে দিলেন আশুতোষ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
#WATCH | Lucknow, UP | Samajwadi Party (SP) leader Dr Ashutosh Verma Patel says, "The Yogi government has one problem: instead of focusing on people's problems, they are targeting the Samajwadi Party... UP government is targeting the Samajwadi party to hide their failures at Maha… pic.twitter.com/1wm83dLhRz
— ANI (@ANI) February 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us