নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটক বিধানসভা আগামীকাল ২৫ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/82f7d140-680.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, বিজেপি বিধায়করা আজ রাতে বিধানসভায় তাদের ধর্না চালিয়ে যাবেন এবং আজকের রাতটি তারা সকলেই হাউসের ভিতরে থাকবেন বলে জানিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/cd5cef82-0e3.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, তারা MUDA ইস্যুতে আলোচনার দাবি করেছে।