হিমাচল প্রদেশে বন্যা ত্রাণে ৫ কোটি টাকার সাহায্য ঘোষণা করল অসম সরকার

৫ কোটি টাকার সাহায্য ঘোষণা।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে বিধ্বংসী বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতির ঘটনায় সহমর্মিতা জানাল অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইটে জানান, অসমবাসীর পক্ষ থেকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে।

তিনি লেখেন, “হিমাচল প্রদেশের ভয়াবহ বন্যা বহু মানুষের প্রাণ কেড়েছে, বিপুল সম্পদের ক্ষতি করেছে। ত্রাণ ও পুনর্বাসনের কাজে সহায়তার জন্য অসমের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হচ্ছে।”

অসম সরকারের এই পদক্ষেপকে দুই রাজ্যের মধ্যে সহমর্মিতা ও ঐক্যের প্রতীক বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।