Assam : রাজ্যে হবে বড় হাসপাতাল, ভোটের মুখে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

সামনে ভোট (Election)। এই পরিস্থিতিতে জনকল্যাণ মূলক কাজে আরও জোর দিতে চাইছে কেন্দ্র। আগামী দিনে গুয়াহাটিতে (Guwahati) বড় হাসপাতাল তৈরি হবে বলে জানিয়েছেন অসমের (Assam) মুখম্যন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (CM Himanta Biswa Sarma)।

author-image
Pritam Santra
New Update
Assam

নিজস্ব সংবাদদাতাঃ সামনে ভোট (Election)। এই পরিস্থিতিতে জনকল্যাণ মূলক কাজে আরও জোর দিতে চাইছে কেন্দ্র। আগামী দিনে গুয়াহাটিতে (Guwahati) বড় হাসপাতাল তৈরি হবে বলে জানিয়েছেন অসমের (Assam) মুখম্যন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (CM Himanta Biswa Sarma)। তিনি বলেছেন , "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এইমস গুয়াহাটি থেকে ইউনিভার্সাল প্রোগ্রামের উদ্বোধন করবেন। আইআইটি গুয়াহাটি প্রাঙ্গণে একটি হাসপাতাল তৈরি করা হবে। গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।"