জুবিন গর্গের মৃত্যু, কেউ ছাড় পাবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী!

এই বিষয়ে আর কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
zubeene-ezgif.com-effects

নিজস্ব সংবাদদাতা: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গায়ক জুবিন গর্গকে নিয়ে করলেন বড় দাবি। তিনি বলেছেন, "আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুর বিষয়ে, আমরা কাউকে ছাড় দেব না। আজ, আমি অসম পুলিশের ডিজিপি এবং এডিজিপি, সিআইডি, মূল সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করছি। আমি ডিজিপিকে নির্দেশ দিয়েছি যে, অসম পুলিশের সেরা কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী টিম (এসআইটি) গঠন করা হোক। ভিসেরা নমুনাগুলি কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরিতে (সিএফএল), দিল্লিতে বিস্তারিত পরীক্ষার জন্য পাঠানো হবে। এসআইটির কাছে সম্পূর্ণ পেশাদার সংহতি নিয়ে এই মামলার তদন্ত করার পূর্ণ স্বাধীনতা থাকবে"।

himanta editted .jpg