/anm-bengali/media/media_files/YldoQ6vW1eeMrQKFtZWw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “এবার আসাম সরকার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে আসাম বৈভব পুরস্কারের জন্য মনোনীত করেছে। আমরা ১০ ফেব্রুয়ারি আসামের বেসামরিক পুরস্কার দেব। আসামের রাজ্যপাল এই রাজ্য বেসামরিক পুরস্কার প্রদান করবেন। ভারতের উপরাষ্ট্রপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আসাম বৈভব পুরস্কার হল রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রথম বছর আমরা রতন টাটাকে আসাম বৈভব পুরস্কার দিয়েছিলাম এবং গত বছর তপন সাইকিয়াকে এই পুরস্কার দিয়েছিলাম। এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে আসাম বৈভব পুরস্কারের জন্য মনোনীত করেছে আসাম সরকার।
Assam CM Himanta Biswa Sarma says, "This time, the Assam government has selected former Chief Justice of the Supreme Court Ranjan Gogoi for the Assam Baibhav award."
— ANI (@ANI) January 16, 2024
CM says, "We will give the civilian awards of Assam on February 10. The Assam Governor will present the state… pic.twitter.com/hjQOsT5TWk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us