New Update
/anm-bengali/media/media_files/3RLAbtOlkpRpZcAn0MSy.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার তামিলনাড়ুর ভেলোরে আসাম ভবনের উদ্বোধন করেন। জানা গিয়েছে, ২৩ কোটি টাকা ব্যয়ে ৪০টি ডাবল বেডের কক্ষ, দুটি ভিআইপি ও ভিভিআইপি স্যুট, একটি সাত শয্যার মহিলা ডরমিটরি, তিনটি পাঁচ শয্যার পুরুষ ডরমিটরি, তিনটি চার বেডরুম এবং একটি ২ বিএইচকে অ্যাপার্টমেন্ট ও জয়েন্ট রেসিডেন্ট কমিশনারের অফিস নির্মাণ করা হয়েছে।
#WATCH | Tamil Nadu | Assam CM Himanta Biswa Sarma offered prayers at Kamakshi Amman Temple in Kancheepuram this evening. pic.twitter.com/q0TBIc7Sqq
— ANI (@ANI) September 26, 2023
সারাদিনের কর্মসূচির পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্যায় তামিলনাড়ুর কাঞ্চিপুরমের কামাক্ষী আম্মান মন্দিরে প্রার্থনা করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us