BREAKING: ১০ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন ! হঠাৎ করেই বড় ঘোষণা করলেন হিমন্ত বিশ্ব শর্মা

কি বড় দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ?

author-image
Debjit Biswas
New Update
himanta editted .jpg


নিজস্ব সংবাদদাতা : এবার কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে কেন্দ্র করে হয়ে চলা যাবতীয় বিতর্কের মাঝেই বড় দাবি করে বসলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন,''গৌরব গগৈ পাকিস্তানে গিয়েছিলেন কি না, তাঁর সন্তানের নাগরিকত্ব কী, তাঁর স্ত্রী পাকিস্তান থেকে বেতন নিয়েছেন কি না ? এসব তিনি সাংবাদিকদেরও বলতে পারেন। তদন্তের অপেক্ষা করছেন কেন ? হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যে বলতে পারেন, কিন্তু আসামের মুখ্যমন্ত্রী মিথ্যে বলেন না।”

gourav gogai .jpg

এরপর তিনি বলেন,''১০ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। আরও অনেক তথ্য জানতে পারবেন।''