GOOD NEWS: বিশ্ব রেকর্ড গড়ল রাজ্য!

অসমের এক ঐতিহ্যবাহী নাচ বিহু। আর এই বিহু নাচের মধ্যে দিয়েই রেকর্ড গড়ল প্রতিবেশি রাজ্য। শুধু তাই নয়, রাতারাতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল

author-image
Anusmita Bhattacharya
New Update
bihu

বিহু নাচ

নিজস্ব সংবাদদাতা: অসমের (Assam) এক ঐতিহ্যবাহী নাচ বিহু (Bihu)। আর এই বিহু নাচের মধ্যে দিয়েই রেকর্ড গড়ল প্রতিবেশি রাজ্য। শুধু তাই নয়, রাতারাতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness Book of World Records) নাম উঠল ওই রাজ্যের। গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে যে বিহু নাচের আসর বসে তাতে একসঙ্গে অংশগ্রহণ নেন মোট ১১ হাজার ৩০৪ জন। আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (CM Himanta Biswa Sarma)। এর রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই।