New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতাঃ সত্যি হল আশঙ্কা। ভেস্তে গেল এশিয়া কাপের ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচ। রাত ৯টা ৫৫ মিনিট নাগাদ দু'দলের ক্রিকেটারদের হাত মিলিয়ে নিতে দেখা যায়। ২০ ওভারের ম্যাচ খেলার জন্য ১০টা ২৭ মিনিটে খেলা শুরু হওয়া জরুরি ছিল। তবে বৃষ্টি না থামায় মাঠ থেকে কভার তোলাই সম্ভব হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু করা সম্ভব নয় বুঝেই ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচ বাতিল হওয়ায় দু'দলের সমর্থকরা মানসিকভাবে ভেঙে পড়েন। বৃষ্টিতে ভারত পাকিস্তান ম্যাচ মাঝপথে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট করে ভাগ করে নেয় উভয় দল। সুতরাং, ২ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করল পাকিস্তান, ফলে সুপার ফোরের টিকিট পেলেন বাবররা। ভারতের খাতায় যোগ হল ১ ম্যাচে ১ পয়েন্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us