New Update
/anm-bengali/media/media_files/2025/06/04/uuVM69kRkO9H3ll2vR2J.webp)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ট্রেনের বেহাল অবস্থার কারণ দেখিয়ে ট্রেনে ওঠা থেকে বিরত থাকেন,অমরনাথ যাত্রার নিরাপত্তায় নিযুক্ত ১,২০০ বিএসএফ (BSF) জওয়ান। আর এবার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করলো ভারতীয় রেল। আজ এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, "এই বিষয়ে গতকালই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ট্রেনের রেক বদলানো হয়েছে এবং যাঁরা দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে চারজন রেল আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।"
/anm-bengali/media/media_files/G0TMjops8Ul6D94phONa.jpg)
#WATCH | Delhi | On 1,200 BSF jawans deployed for Amarnath Yatra refusing to travel in the train provided to them, citing poor condition of the train, Union Railway Minister Ashwini Vaishnaw says, "Action was taken on this yesterday itself. The train's rake was changed. Four… pic.twitter.com/UURhTZZguP
— ANI (@ANI) June 11, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us