রাজ্যে ৬০,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

বড় ঘোষণা করে সকলকে চমকে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
ashwini.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার বড় রকমের চমক দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রীঅশ্বিনীবৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনিঅন্ধ্রপ্রদেশেরবিশাখাপত্তনমেরশ্রীবরাহলক্ষ্মীনরসিংহমন্দিরপরিদর্শনকরেন। এরপর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "শীঘ্রই প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগে এই মন্দিরের উন্নয়ন করা হবে। অন্ধ্রপ্রদেশে অনেক গুলি নতুন প্রকল্প একীভূত করা হবে। রাজ্য রেলের থেকে ৬০,০০০ কোটি টাকা বিনিয়োগ পেতে চলেছে। আমরা সক্রিয়ভাবে রাজ্য সরকারের হয়ে কাজ করছি।“