BREAKING: জেলে গিয়েছিলেন ইন্ধিরা গান্ধীও ! হঠাৎ কেন এই কথা বললেন অশোক গেহলট ?

কি বললেন অশোক গেহলট ?

author-image
Debjit Biswas
New Update
Ashok Gehlotq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বড় মন্তব্য করলেন, কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন,''ভজনলাল শর্মা নতুন রাজনীতিবিদ, তিনি অনেক কিছু জানেন না। ইমার্জেন্সি জারি হওয়ার পর যখন কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে আসে, তখন আমরা প্রকাশ্যে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছি। আমরা নিজেরাও জেলে গিয়েছি। ইন্দিরা গান্ধীও জেলে গিয়েছিলেন, যখন তিনি চিকমাগলুরু থেকে জিতেছিলেন।”

bhajanlal sharmaw2.jpg