দিল্লি হাফ ম্যারাথন নিয়ে আশীষ সূদের বার্তা

নয়াদিল্লি | দিল্লি হাফ ম্যারাথন নিয়ে মুখ খুললেন মন্ত্রী আশীষ সূদ, খেলাধুলার বিকাশে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-16 9.58.25 PM

নিজস্ব সংবাদদাতা: দিল্লি হাফ ম্যারাথন উপলক্ষে আজ এক বিবৃতিতে দিল্লির মন্ত্রী আশীষ সূদ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় দেশে একটি সুসংগঠিত ক্রীড়া ইকোসিস্টেম তৈরি হয়েছে। এই ধরণের ইভেন্টের মাধ্যমে আমরা দিল্লির যুবসমাজকে অনুপ্রাণিত করতে ও এগিয়ে নিয়ে যেতে চাই।"

মন্ত্রী আরও জানান, "দিল্লি সরকারের পক্ষ থেকে আমি এই কর্মসূচির সফলতা কামনা করছি এবং সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আমরা প্রধানমন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনায় দিল্লিতে একটি ক্রীড়া পরিবেশ গড়ে তুলছি, যা আগামী প্রজন্মকে আরও শক্তিশালী ও সচেতন করে তুলবে।"

হাফ ম্যারাথনের মতো আয়োজনগুলো শুধুমাত্র স্বাস্থ্যসচেতনতা বাড়াতেই নয়, বরং যুবসমাজের মধ্যে একতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতেও সহায়ক— এমনটাই মত দিয়েছেন মন্ত্রী সূদ।

এই ইভেন্টে দিল্লি সরকারের সক্রিয় অংশগ্রহণ এবং সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

দিল্লি হাফ ম্যারাথন বর্তমানে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এবছরের ম্যারাথনে ব্যাপক উৎসাহ এবং সরকারি সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে।