BREAKING: 'এক দেশ, এক নির্বাচন'-এর পক্ষে প্রচার করবেন দিল্লির শিক্ষকরা ! বড় তথ্য দিলেন আশীষ সুদ

কি তথ্য দিলেন মন্ত্রী আশীষ সুদ ?

author-image
Debjit Biswas
New Update
one nation one election

নিজস্ব সংবাদদাতা : এবার 'এক দেশ, এক নির্বাচন'-এর পক্ষে প্রচার করবেন দিল্লির শিক্ষকরা আজ এমনটাই জানালেন দিল্লির মন্ত্রী আশীষ সুদ। তিনি বলেন,''আজ আমরা দিল্লির সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের সচেতন করেছি, যাতে তারা গোটা দেশে একসাথে নির্বাচন অনুষ্ঠান করার মতো পরিবেশ গড়ে তুলতে সাহায্য করেন।” তিনি আরও বলেন,''এই উদ্যোগের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় নিয়োজিত সময় ও অর্থ বাঁচানো সম্ভব হবে  এবং প্রশাসনিক কাজেও গতি আসবে। কেন্দ্র ইতিমধ্যেই এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।''

Ashish-Sood_015-1536x1035-1