হিন্দু ভোট, ইন্ডিয়া জোট! এবার খেলা ঘোরালেন আসাদউদ্দিন ওয়েইসি

ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে নিজের মত ব্যক্ত করলেন আসাদউদ্দিন ওয়েইসি।

author-image
Aniruddha Chakraborty
18 Sep 2023 আপডেট করা হয়েছে 19 Sep 2023
ন,ম্নব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার রাতে দিল্লিতে এক ভাষণে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, "আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে নেই এবং আমি এটা নিয়ে মাথা ঘামাই না। সেখানে দম বন্ধ হয়ে যাবে। কেন তারা তাদের আদর্শে বিজেপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে না। ওরা (ইন্ডিয়া অ্যালায়েন্সে) বলেছিল, ওরা যদি আমাদের টিকিট দেয়, তাহলে ওরা হিন্দু ভোট পাবে না। আমি খোলাখুলিভাবে এটা বলছি, তারা এটা বন্ধ দেওয়ালের আড়ালে বলছে। রাহুল গান্ধী আমেঠিতে পরাজিত হলেও ওয়ানাডে জিতেছেন। আমি সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। সেখানে বিজেপির সঙ্গে আমার কোনও চুক্তি হয়নি। তিনি ওয়ানাড থেকে জিতেছিলেন কারণ সেখানে মুসলিম লীগ রয়েছে। মুসলিম লীগ তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে।"