BJP-র পাশে আসাদউদ্দিনের দল? তালিকা দেখে জল্পনা

আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi) ঠিক কোন দিন আছে সে ব্যাপারে আগেও প্রশ্ন ছিল। নতুন সংসদ ভবন উদ্বোধন করার অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ১৯ টি দল। তৃণমূল, কংগ্রেস, বাম সহ বিভিন্ন রাজ্যের দলগুলো রয়েছে বয়কট করার তালিকায়।

author-image
Pritam Santra
24 May 2023
BJP-র পাশে আসাদউদ্দিনের দল? তালিকা দেখে জল্পনা

নিজস্ব সংবাদদাতাঃ আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi) ঠিক কোন দিন আছে সে ব্যাপারে আগেও প্রশ্ন ছিল। নতুন সংসদ ভবন উদ্বোধন করার অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ১৯ টি দল। তৃণমূল, কংগ্রেস, বাম সহ বিভিন্ন রাজ্যের দলগুলো রয়েছে বয়কট করার তালিকায়। উল্লেখযোগ্যভাবে নেই  আসাদউদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)। আসাদউদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। গত লোকসভা এবং কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনে (Election) ওয়েসির দল বিজেপির (BJP) সুবিধা করে দিতে চেয়েছে বলে অভিযোগ করেছিল কেন্দ্র বিরোধী একাধিক দল।

List