/anm-bengali/media/media_files/q0OxwXeWZTDjHeH5T5cX.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার পাকিস্তানের "মুসলিমদের প্রতিনিধি দেশ" হওয়ার দাবিকে কেন্দ্র করে গর্জে উঠলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন,''আন্তর্জাতিক মহল এখন সন্ত্রাসবাদ নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন এবং পাকিস্তান সবসময় মিথ্যে দাবি করে যে তারা মুসলিমদের প্রতিনিধিত্ব করে। আমি সারা বিশ্বকে মনে করিয়ে দিয়েছি যে, ভারতে ২৪ কোটিরও বেশি মুসলিম শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তাই পাকিস্তানের এই যুক্তি একেবারেই ভ্রান্ত। আমরা আশা করছি, পাকিস্তানকে আবার FATF-এর গ্রে লিস্টে ফিরিয়ে আনা হবে, কারণ ভারতের হাতে পাকিস্তানের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে।”
/anm-bengali/media/media_files/FactSMt00LGt7LlgNvem.jpg)
#WATCH | Hyderabad, Telangana: AIMIM MP Asaduddin Owaisi says, " All these countries were definitely worried about terrorism...we reminded them that Pakistan claims its false bogey of being a Muslim country. I reminded them at many places that, 240 million Muslims are living in… pic.twitter.com/Nl7EQz2Yhk
— ANI (@ANI) June 4, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us