BREAKING: হোয়াইট হাউস থেকে কিভাবে যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে ? কেন্দ্র সরকারকে ফের চাপে ফেললেন ওয়াইসি

কি বললেন আসাদউদ্দিন ওয়াইসি ?

author-image
Debjit Biswas
New Update
a

নিজস্ব সংবাদদাতা : এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে ফের একবার কেন্দ্র সরকারকে চাপে ফেললেন আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন,''হোয়াইট হাউসে বসে থাকা একজন গোরার সিদ্ধান্তে যদি ভারতের যুদ্ধবিরতি হয়, তাহলে এটা কেমন জাতীয়তাবাদ ? ভারতের পররাষ্ট্র নীতি কী এখন বাইরের দেশের সিদ্ধান্তে চলবে ? যে দেশের (মার্কিন যুক্তরাষ্ট্র) প্রেসিডেন্ট পাকিস্তানের সেনাপ্রধানকে আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে ভোজন করতে বসেন,তার সঙ্গে আপনারা সখ্য গড়ে তুলছেন ?''

Fhjjn