BREAKING: সন্ত্রাসবাদে যুক্ত আইএসআই (ISI) আর ডিপ স্টেট ! ফের পাকিস্তানের মুখোশ খুললেন ওয়েইসি

কি বললেন আসাদউদ্দিন ওয়েইসি ?

author-image
Debjit Biswas
New Update
asaduddin owaisi1.jpg

নিজস্ব সংবাদদাতা : ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন,''আমাদের প্রতিনিধি দল যে চারটি দেশে গিয়েছিল, তারা ২০১৮ সালে পাকিস্তানকে FATF-এর গ্রে লিস্টে আনার ক্ষেত্রে ভারতের পাশে ছিল। এবারও আমরা চাই তারা সাহায্য করুক। সন্ত্রাসবাদের মূল উৎস হল বেআইনি অর্থের প্রবাহ। এটাকে নজরে রাখা খুব দরকার। সারা বিশ্বের এখনও পোলিও রয়েছে শুধু দু’টি দেশে — আফগানিস্তান ও পাকিস্তানে। পাকিস্তানে এখনও ৪০ শতাংশ দারিদ্র্য, তাহলে এই টাকা যাচ্ছে কোথায়? পাকিস্তানের সরকার, আইএসআই (ISI) এবং ‘ডিপ স্টেট’ সক্রিয়ভাবে সন্ত্রাসে যুক্ত।” 

Asaduddin Owaisi