'আই লাভ মোদি' বলা যেতে পারে, কিন্তু 'আই লাভ মুহাম্মদ' নয় ! ফের বিস্ফোরক মন্তব্য করলেন আসাদউদ্দিন ওয়েসি

কি বললেন আসাদউদ্দিন ওয়েসি ?

author-image
Debjit Biswas
New Update
s

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সম্বলের একটি মসজিদ সংক্রান্ত চলমান মামলা এবং 'আই লাভ মুহাম্মদ' স্লোগানকে কেন্দ্র করে এবার কেন্দ্র  সরকারের তীব্র সমালোচনা করলেন এআইএমআইএম (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েসি। দেশে সংখ্যালঘুদের উপর ঘটে চলা ক্রমাগত আক্রমণের অভিযোগ তুলে, তিনি সকলের কাছেই আইনি কাঠামোর মধ্যে থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,''এই দেশে যে কেউ 'আই লাভ মোদি' বলতে পারে, কিন্তু 'আই লাভ মুহাম্মদ' বলতে পারে না। আপনারা এই দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন ? আমি যদি একজন মুসলিম হই, তাহলে তা মুহাম্মদের (সাঃ) জন্যই। দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করা ১৭ কোটি ভারতীয়দের কাছে এর উপরে আর কিছুই নেই।''

ut

এরপর তিনি আরও বলেন,''আসামে সম্প্রতি ৩০০০ মুসলিমকে গৃহহীন করা হয়েছে, দাবি করা হয়েছে যে তাদের ঘরবাড়ি সরকারি জমিতে নির্মাণ করা হয়েছিল। আমরা অবশ্যই মনে রাখব যে, পুলিশ শুধুমাত্র ক্ষমতায় থাকা লোকদের কাছেই জবাবদিহি করে, অন্য কারও কাছে নয়। ক্ষমতা বদলালে এই পুলিশ আগামীকাল আপনাদেরও মারধর করবে।"

এরপর তিনি তার অনুগামীদের প্রতি আহ্বান জানিয়েছেন, "পরিস্থিতি নিয়ে আমাদের বিচলিত হলে চলবে না। আমাদের ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। আমাদের আইনের মধ্যে থেকেই সবকিছু করতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।"