/anm-bengali/media/media_files/rY0Ee743SPyJsxXDzY5M.jpg)
নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা চলাকালীন,ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় প্রশ্ন ছুঁড়লেন এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন,''পহেলগাঁওয়ে নিহত মানুষদের পরিবারের সামনে কি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার কথা বলা যায় ? আমার বিবেক তা অনুমতি দেয় না। আমরা বলি রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না, তাই পাকিস্তানের ৮০% জল বন্ধ করে দিচ্ছি। তাহলে এখন পাকিস্তানের সঙ্গে কিভাবে ক্রিকেট খেলবেন ? কেন্দ্র সরকার কি সাহস করে নিহত ২৫ জনের পরিবারকে বলতে পারবে যে, অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা বদলা নিয়ে নিয়েছি, এখন আপনারা পাকিস্তানের সঙ্গে ম্যাচ দেখুন ?"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/q0OxwXeWZTDjHeH5T5cX.jpg)
এরপর তিনি বলেন,''৭.৫ লক্ষ সেনা ও কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পহেলগাঁওয়ে ঢুকে ওই চারজন জঙ্গি কীভাবে হামলা চালাল ? শহীদ ভারতীয় নাগরিকদের দায়ভার কে নেবে ?"
#WATCH | During the discussion on Operation Sindoor in the House, AIMIM MP Asaduddin Owaisi says, "Does your conscience allow you to ask the family members of the people who were killed in Baisaran to watch India's cricket match with Pakistan?... We are stopping 80% of Pakistan's… pic.twitter.com/SBXH3ijGTF
— ANI (@ANI) July 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us