BREAKING: পহেলগাঁওয়ে শহীদদের পরিবারকে কি ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে বলবেন ! সংসদে কড়া প্রশ্ন করলেন ওয়াইসি

কি বললেন আসাদউদ্দিন ওয়াইসি ?

author-image
Debjit Biswas
New Update
asaduddin owaisiq.jpg

নিজস্ব সংবাদদাতা : অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা চলাকালীন,ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় প্রশ্ন ছুঁড়লেন এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন,''পহেলগাঁওয়ে নিহত মানুষদের পরিবারের সামনে কি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার কথা বলা যায় ? আমার বিবেক তা অনুমতি দেয় না। আমরা বলি রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না, তাই পাকিস্তানের ৮০% জল বন্ধ করে দিচ্ছি। তাহলে এখন পাকিস্তানের সঙ্গে কিভাবে ক্রিকেট খেলবেন ? কেন্দ্র সরকার কি সাহস করে নিহত ২৫ জনের পরিবারকে বলতে পারবে যে, অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা বদলা নিয়ে নিয়েছি, এখন আপনারা পাকিস্তানের সঙ্গে ম্যাচ দেখুন ?"

Asaduddin Owaisi

এরপর তিনি বলেন,''৭.৫ লক্ষ সেনা ও কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পহেলগাঁওয়ে ঢুকে ওই চারজন জঙ্গি কীভাবে হামলা চালাল ? শহীদ ভারতীয় নাগরিকদের দায়ভার কে নেবে ?"