BREAKING : পাক অধিকৃত কাশ্মীর (POK) আমাদের, কেন্দ্র দখল করুক ! ফের পাক অধিকৃত কাশ্মীর (POK) দখলের দাবি তুললেন ওয়াইসি

কি বললেন আসাদউদ্দিন ওয়াইসি ?

author-image
Debjit Biswas
New Update
Asaduddin Owaisi

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে ফের একবার পাক অধিকৃত কাশ্মীর (POK) দখলের দাবি তুললেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

asaduddin owaisin1.jpg

তিনি বলেন,''বিজেপি বলে 'ঘরে ঢুকে মারব'। তাহলে এবার ঘরে ঢোকার বদলে ঘরে ঢুকে বসেই পড়ুন। কারণ ভারতীয় সংসদের প্রস্তাব অনুযায়ী, পাক অধিকৃত কাশ্মীর (PoK) তো আসলে আমাদেরই অংশ।''