নরেন্দ্র মোদি যদি তিনবারের প্রধানমন্ত্রী হয়ে থাকেন,তাহলে তা মুসলমানদের দোষ নয় ! বিজেপির 'বি' টিম প্রসঙ্গে কি বললেন ওয়াইসি ?

কি বললেন আসাদুদ্দিন ওয়াইসি ?

author-image
Debjit Biswas
New Update
s

নিজস্ব সংবাদদাতা : বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বেশিরভাগ সময়েই এমনটা দাবি করে থাকেন যে আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম (AIMIM) পার্টি আসলে বিজেপির 'বি' টিম। আর এবার এই প্রসঙ্গেই বিরোধীদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দিলেন AIMIM দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। 

তিনি বলেন,''যদি ওনারা (বিরোধীরা) মনে করেন যে ওয়াইসিকে সবকিছুর মধ্যে টেনে আনলেই সমস্ত রোগের নিরাময় হয়ে যাবে, তাহলে আমার তাতে কোনও সমস্যা নেই। আসলে এরকম কোনও ধারণা আমার মধ্যে নেই। অন্যরাই এরকম একটি ধারণা তৈরি করতে চায়। কিন্তু আমরা বহুবার বলেছি, এবং আজও আবার একবার বলছি যে যদি নরেন্দ্র মোদি যদি এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তবে তা ভারতীয় মুসলমানদের দোষ নয়।"

Asaduddin Owaisi

এরপর তিনি আরও বলেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিটি নির্বাচনে অমুসলিম ভোটের প্রায় ৫০ শতাংশ পাচ্ছেন। তারপর তিনি মোট ভোটের প্রায় ৩৭-৩৮% ভোট পাচ্ছেন, তাহলে তাতে আমার ভূমিকা কোথায় ? এরপরেও বিরোধীরা যদি আমাকে সফলতার মুকুট পরাতে চান, তবে আমি  তা সাদরে গ্রহণ করবো। কিন্তু ওনারাও আত্মসমীক্ষা করুন এবং দেখুন ওনারা কতটা দুর্বল।"