ভোট গণনা শুরু হতেই ৪ টি ছেড়ে সব আসনে এগিয়ে গেল শাসক দল- ঐতিহাসিক ফলের অপেক্ষা!

ভোট গণনা শুরু হতেই ৪ টি ছেড়ে সব আসনে এগিয়ে গেল শাসক দল।

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা রয়েছে আজইতিমধ্যেই শুরু হয়েছে সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ভোট গণনা শুরু হতেই ৪ টি ছেড়ে সব আসনে এগিয়ে গেল সিকিমের শাসক দল সিকিম ক্রান্তিকারি মোর্চা।

ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা অর্ধেক চিহ্ন অতিক্রম করেছে; ২৮ টি আসনে এগিয়ে রয়েছে। একটি আসনে এগিয়ে রয়েছে এসডিএফ। সিকিম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার চিহ্ন হল ৩২ টি বিধানসভা আসনের মধ্যে ১৭ টি। ঐতিহাসিক ফল হতে চলেছে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের সদস্যরা। 

Add 1