নিজস্ব সংবাদদাতা: সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা রয়েছে আজ। ইতিমধ্যেই শুরু হয়েছে সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ভোট গণনা শুরু হতেই ৪ টি ছেড়ে সব আসনে এগিয়ে গেল সিকিমের শাসক দল সিকিম ক্রান্তিকারি মোর্চা।
ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা অর্ধেক চিহ্ন অতিক্রম করেছে; ২৮ টি আসনে এগিয়ে রয়েছে। একটি আসনে এগিয়ে রয়েছে এসডিএফ। সিকিম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার চিহ্ন হল ৩২ টি বিধানসভা আসনের মধ্যে ১৭ টি। ঐতিহাসিক ফল হতে চলেছে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের সদস্যরা।