কেজরিওয়ালের নেতৃত্বে মমতা! জানুন বড় খবর

সামনে লোকসভা নির্বাচন। তার আগে একের পর এক রাজ্যে গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সীতারাম ইয়েচুরির সঙ্গে সাংবাদিক সম্মেলনে বসে জোটের ব্যাপারে মুখ খুলেছেন তিনি।

author-image
Pritam Santra
New Update
Arvind Kejriwal

নিজস্ব সংবাদদাতা: সামনে লোকসভা নির্বাচন (Election)। তার আগে একের পর এক রাজ্যে গিয়েছে দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। মঙ্গলবার সীতারাম ইয়েচুরির সঙ্গে সাংবাদিক সম্মেলনে বসে জোটের ব্যাপারে মুখ খুলেছেন তিনি। কেজরিওয়াল অভিযোগ করে জানিয়েছেন, দিল্লির প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই জোটের ভাবনা। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কেসিআর, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীদের সঙ্গে দেখা করেছেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, মমতা সহ প্রত্যেকেই তার সঙ্গে জোট গড়ার ব্যাপারে সম্মত হয়েছেন। বামেদের পক্ষ থেকেও দেওয়া হয়েছে সম্মতি।