আপের ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করছে BJP? তবে কি সরকারের পতন?

তবে কি এবার দিল্লির সরকারের পতন হতে চলেছে?

author-image
SWETA MITRA
New Update
dfe

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটের আগেই কি গ্রেফতার হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)? এই নিয়ে জল্পনা একপ্রকার তুঙ্গে রয়েছে। এরই মাঝে আজ সাত সকালে বড়সড় টুইট করে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘সম্প্রতি বিজেপি আমাদের দিল্লির সাত বিধায়কের সঙ্গে যোগাযোগ করে বলেছে, ‘আমরা কয়েকদিন পর কেজরিওয়ালকে গ্রেফতার করব। তার পর আমরা বিধায়কদের ভাঙব। ২১ জন বিধায়কের সঙ্গে আলোচনা হয়েছে। অন্যদের সঙ্গেও কথা বলছে বিজেপি। এরপর দিল্লিতে আম আদমি পার্টির সরকার ফেলে দেব। তুমিও এসো। ২৫ কোটি টাকা দেওয়া হবে এবং বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।“ বিজেপি দাবি করেছে যে ২১ জন বিধায়কের সাথে যোগাযোগ করেছে, কিন্তু আমাদের তথ্য অনুসারে, ওই দল এখনও পর্যন্ত মাত্র ৭ জন বিধায়কের সাথে যোগাযোগ করেছে এবং তারা সকলেই প্রত্যাখ্যান করেছেন। এর অর্থ হ'ল আমাকে কোনও মদ কেলেঙ্কারির তদন্তের জন্য গ্রেপ্তার করা হচ্ছে না বরং দিল্লিতে আম আদমি পার্টির সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্রের জন্য গ্রেপ্তার করা হচ্ছে। গত নয় বছরে তারা আমাদের সরকার পতনের জন্য অনেককে ষড়যন্ত্র করেছে। কিন্তু কোনো সফলতা পায়নি তারা। ঈশ্বর এবং জনগণ সবসময় আমাদের সমর্থন করেছে। আমাদের সব বিধায়কও দৃঢ়ভাবে একসঙ্গে রয়েছেন। এবারও এই লোকেরা তাদের ঘৃণ্য উদ্দেশ্য ব্যর্থ করবে। এই লোকেরা জানেন যে আমাদের সরকার দিল্লির জনগণের জন্য কতটা কাজ করেছে।  দিল্লির মানুষ আম আদমি পার্টিকে খুব ভালোবাসেন। তাই ভোটে আপকে হারানো বিজেপির পক্ষে সম্ভব নয়। তাই তারা নকল মদ কেলেঙ্কারির অজুহাতে আমাকে ও অনেককে গ্রেফতার করে সরকারের পতন ঘটাতে চায়।“