''কেন্দ্রীয় সরকারকে সজাগ থাকতে হবে''

বিহারে ট্রেন দুর্ঘটনায় কেন্দ্রকে সজাগ থাকার বার্তা কেজরির।

author-image
Pallabi Sanyal
New Update
dddddddd


নিজস্ব সংবাদদাতা : ওড়িশার বালাসোরের পর বিহারে আরো এক রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। কেন্দ্রীয় সরকারকে দুর্ঘটনা ঠেকাতে সজাগ থাকতে হবে বলে বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেন কেজরি। জখমদের সুস্থতা কামনা করে এক্স হ্যান্ডেলে লেখেন, ''বিহারের বক্সারে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের সকল পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সকল আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং তাদের পরিবারের কাছে ফিরে আসুক।এই ধরনের ট্রেন দুর্ঘটনা ঠেকাতে কেন্দ্রীয় সরকারকে সজাগ থাকতে হবে, বারবার এই ধরনের বড় দুর্ঘটনা ঘটলে উদ্বেগজনক।''

hire