New Update
/anm-bengali/media/media_files/d5OSK59oEY64sxN3f7Nf.jpg)
নিজস্ব সংবাদদাতা : দেশের মাটি হোক বা বিদেশ আর্টিকেল ৩৭০ নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। এবার শীঘ্রই সিনেমার পর্দা দেখা মিলবে আর্টিকেল-৩৭০ সিনেমার। দুই মুখ্য চরিত্রে থাকছেন ইয়ামি গৌতম ও অরুণ গোভিল। ছবির মুখ্য চরিত্রে অর্থাৎ মোদীর (MODI) ভূমিকায় দেখা মিলবে অরুণ গোভিলের। সম্প্রতি রামায়ণ খ্যাত এই অভিনেতা সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই সিনেমারই একটি ডায়লগ লেখেন, "পুরো কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে।" এরপর তিনি আরও লিখেছেন, 'আর্টিকেল ৩৭০ ছবিতে আমি শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করেছি। ছবিটি মুক্তি পাচ্ছে ২৩ ফেব্রুয়ারি। অবশ্যই দেখবেন। জয় শ্রী রাম।'
তাঁর এই পোস্ট দেখে অনেকেই বলছেন হুবহু মোদীর মতো দেখতে লাগছে অরুণকে।
Poora ka Poora Kashmir, Bharat Desh ka hissa tha, hai aur rahega!
— Arun Govil (@arungovil12) February 9, 2024
“आर्टिकल 370” फ़िल्म जिसने मैंने आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की भूमिका निभाई है…फ़िल्म 23 फ़रवरी को रिलीज़ हो रही है ज़रूर देखियेगा…
जय श्रीराम 🙏🏼
@RSSorg@PMOIndia@BJP4India@narendramodipic.twitter.com/t3MU3sk8k7
প্রকাশ্যে চলে এসেছে আর্টিকেল ৩৭০ এর ট্রেলার। সেখানে অরুণ গোভিল (Arun Govil) প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করাকালীন পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলছেন, 'এই কাশ্মীর অনেক কষ্ট পেয়েছে। আমরা এই অবস্থায় ছেড়ে দেব না।' পরবর্তী সংলাপে তিনি বলেন, 'আমরা 370 ধারা বাতিল করব।' এরপরেই তিনি বলেন, 'ইতিহাস লিখতে হলে কাউকে ইতিহাস গড়তে হবে।'
ছবিটি মুক্তি পাচ্ছে ২৩ ফেব্রুয়ারি। সিনেমায় একজন এনআইএ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম (Yami Gautam)। ছবিতে মূলত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের উত্থান এবং তারপরে মোদী সরকারের ৩৭০ ধারা বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের উপরর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিনেমা।
/anm-bengali/media/post_attachments/32ba778e7150f164432255d9bbad625888600830bc5d5a7d1c6cccbf339cdad9.jpeg)
/anm-bengali/media/post_attachments/380515fb40193837d3495fc31aff9588d831d51094db549df2ff66dc5d23351c.jpeg)
/anm-bengali/media/post_attachments/86b4b6e558d72c4bc2eba99fc96ecb7d67a1e47070f334b83d6d05732fda780a.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us