চিলিকা হ্রদে ৮৭ প্রজাতির ২ লাখের বেশি পরিযায়ী পাখির আগমন

ওডিশার খোরধায় জমজমাট শীতের পাখি–পর্যটনের নতুন প্রাণ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-26 6.23.46 AM

নিজস্ব সংবাদদাতা:  এ বছর ওডিশার বিখ্যাত চিলিকা হ্রদে ইতিমধ্যে ৮৭টি ভিন্ন প্রজাতির দুই লক্ষের বেশি পরিযায়ী পাখি এসে পৌঁছেছে।

প্রতিবছরের মতো এবারও শীত নামতেই এশিয়া, ইউরোপ ও উত্তর দিকের নানা অঞ্চল থেকে পাখিরা দীর্ঘ পথ উড়ে চিলিকায় আশ্রয় নিচ্ছে।