অবৈধভাবে বসবাসকারী ৪ বাংলাদেশি বংশোদ্ভূত মহিলাকে গ্রেপ্তার, মামলা দায়ের

দুটি ধারায় মামলা দায়ের।

author-image
Adrita
New Update
দলের হেভিওয়েট নেতার মতো এবার মুখ্যমন্ত্রীও যাবেন জেলে?

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: থানে পুলিশের মানব পাচার বিরোধী সেল থানে পশ্চিমের মনোর পাড়া এলাকায় অবৈধভাবে বসবাসকারী ৪ বাংলাদেশি বংশোদ্ভূত মহিলাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মহিলারা হলেন শাজিদা খাতুন (৩৮),  ⁠শালিনা মুল্লা (৫০) , ⁠রত্ন খাতুন (৪০) ⁠ এবং রেশমা ঢালি (৪০)। পুলিশ এই মহিলাদের বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং বিদেশী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে।

Maharashtra police stations don't file FIRs in 50% of cases, shows internal  survey | Mumbai news - Hindustan Times

জানা গিয়েছে, পুলিশ তাদের বাড়িওয়ালা নীতিন কোন্ডিলকরকেও বিদেশী আইনে আওতায় মামলা করা হয়েছে। কেননা, তিনি এই মহিলাদের অবৈধ বাংলাদেশি অভিবাসী বলে জানা সত্ত্বেও তাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন।