New Update
/anm-bengali/media/post_banners/bbzWrO108dOHM3AUFRtB.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: থানে পুলিশের মানব পাচার বিরোধী সেল থানে পশ্চিমের মনোর পাড়া এলাকায় অবৈধভাবে বসবাসকারী ৪ বাংলাদেশি বংশোদ্ভূত মহিলাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মহিলারা হলেন শাজিদা খাতুন (৩৮), ⁠শালিনা মুল্লা (৫০) , ⁠রত্ন খাতুন (৪০) ⁠ এবং রেশমা ঢালি (৪০)। পুলিশ এই মহিলাদের বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং বিদেশী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে।
জানা গিয়েছে, পুলিশ তাদের বাড়িওয়ালা নীতিন কোন্ডিলকরকেও বিদেশী আইনে আওতায় মামলা করা হয়েছে। কেননা, তিনি এই মহিলাদের অবৈধ বাংলাদেশি অভিবাসী বলে জানা সত্ত্বেও তাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us