বোধনের আগেই সম্পন্ন বিসর্জনের প্রস্তুতি!

পুজো এখনও ভালো করে শুরু হল না এদিকে সম্পন্ন বিসর্জনের প্রস্তুতি। কী বললেন মন্ত্রী, দেখে নিন ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজোর পঞ্চমী আজ। আগামীকাল ষষ্ঠী। বোধন দিয়ে শুরু হবে দুর্গাপুজো। কিন্তু তার আগেই আপের রাজ্যে শেষ বিসর্জনের প্রস্তুতি। সেরে ফেলা হয়েছে যাবতীয় প্রয়োজনীয় কাজ। দিল্লির মন্ত্রী-আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, "মা দুর্গার মূর্তি বিসর্জনের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় কৃত্রিম পুকুর তৈরি করা হয়েছে। দুর্গা পূজা প্যান্ডেলগুলিতে স্লট দেওয়া হয়েছে।  হাইড্রা ক্রেন ব্যবহার করা হবে, যা দেবী দুর্গা প্রতিমা বিসর্জনে সাহায্য করবে। আমরা দুর্গা পূজা কমিটির সদস্যদের এবং ফায়ার ব্রিগেডকে জানিয়েছি, পুলিশ, ডিডিএ, এমসিডি, পিডব্লিউডি এবং স্বাস্থ্যের মতো অন্যান্য দপ্তরের সঙ্গে দুবার বৈঠক করেছি।"

hiring.jpg