রোহিঙ্গা অবৈধ দখল নিয়ে উদ্বেগ প্রকাশ অর্পণা বিষ্ট যাদবের

“দেশে বেআইনি বসবাস করলে ব্যবস্থা নিতেই হবে”— মত বিজেপি নেত্রীর।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-11 9.47.19 PM

নিজস্ব সংবাদদাতা: দেশে অবৈধভাবে বসবাস ও দখলদারির বিষয়ে কড়া অবস্থান পুনর্ব্যক্ত করলেন বিজেপি নেত্রী অর্পণা বিষ্ট যাদব। তিনি জানান, অবৈধ দখল ও বসবাসের বিরুদ্ধে SIR প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজনীয় এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই আইন–শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।

অর্পণা বিষ্ট যাদব বলেন, “রোহিঙ্গাদের দ্বারা অবৈধ দখল কোনওভাবেই ভালো বিষয় নয়। যদি কেউ এই দেশে বেআইনিভাবে থাকে, তবে তাদের অবশ্যই দেশ থেকে বহিষ্কার করা হবে। আমাদের দেশের নিজস্ব আইন ও বিচারব্যবস্থা রয়েছে, এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।”

এই মন্তব্যের মাধ্যমে তিনি অবৈধ অনুপ্রবেশ ও দখলের বিষয়ে কেন্দ্রের কঠোর নীতিকে সমর্থন করেন এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন।