সীমান্তে উত্তেজনার মাঝেই দুর্ঘটনায় পড়ল সেনাবাহিনীর গাড়ি!

সকল আহতকে শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে স্থানান্তর করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

File Picture

নিজস্ব সংবাদদাতা: মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিরাপত্তা কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে খানসাহিব তহসিলের দুধপাথরির টাংনার এলাকায়, যেখানে একটি সিআরপিএফের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

প্রাথমিক সূত্র অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সিআরপিএফের ১৮১ ব্যাটালিয়নের অন্তর্গত এবং বীরওয়াহের হারদু পাঞ্জুতে অবস্থিত স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) ক্যাম্পে নিযুক্ত কর্মীদের নিয়ে যাচ্ছিল গাড়ি করে। পাহাড়ি পথে চলার সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়, যা খাড়া ঢালে গড়িয়ে পড়ে।

Accident

আহতদের মধ্যে রয়েছেন আটজন সিআরপিএফ জওয়ান এবং দুইজন জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল পুলিশ অফিসার (SPO)। জানা গেছে, আহতদের অধিকাংশই দক্ষিণ শ্রীনগর রেঞ্জের স্পেশাল কুইক অ্যাকশন টিমের (QAT) সদস্য। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের প্রাথমিকভাবে খানসাহিবের উপ-জেলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সকল আহতকে শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে স্থানান্তর করা হয়।