BREAKING : শ্রীনগরে ট্রাক দুর্ঘটনায় নিহত ৩ জওয়ান !

কিভাবে হল এই দুর্ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : আজ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে, রামবানের কাছে ব্যাটারি চাশমা এলাকায়, একটি সেনা ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০-৩০০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এই দুর্ঘটনায় তিন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। এই সেনা ট্রাকটি একটি কনভয়ের অংশ হিসেবে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল।

Army

এই দুর্ঘটনার পর পুলিশ, এসডিআরএফ (SDRF), সেনা ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার কাজ চালায় ও সেনা জওয়ানদের মৃত্যুদেহগুলি উদ্ধার করে।