New Update
/anm-bengali/media/media_files/2025/04/23/1000192485-996246.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বৈসরন ভূমিতে ফের নতুন করে উত্তেজনা। কেননা সেখানের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। বৈসরন ভ্যালির গভীর অরণ্যে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটির খোঁজ মিলেছে।
যা জানা যাচ্ছে, ওই এলাকায় উপরের দিকে এবং নীচের দিকে বেশ কিছু এলাকায় গভীর অরণ্য রয়েছে। বাইরে থেকে সেই এলাকা দেখা যায় না। আর সেই এলাকাতেই রয়েছে ৫৪টি জঙ্গি ঘাঁটি। যদিও স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর কাছে খবর আছে যে, সেই ঘাঁটি গুলি বহু পুরনো। সেখানে কেউ থাকে না এখন। আর এখান থেকেই নতুন ভাবনা জন্মাচ্ছে সেনার। এই ঘাঁটিগুলিতেই গা ঢাকা দিতে পারে পহেলগাঁও হামলার জঙ্গিরা। অন্তত এমনটাই মনে করছে সেনাবাহিনী। তাই এদিন সেই প্রেক্ষিতেই সার্চ অপারেশন শুরু করলো ভারতীয় সেনাবাহিনী।
/anm-bengali/media/media_files/2025/04/27/p8guhOHk4YoVZ24EpY5n.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us