/anm-bengali/media/media_files/BZPko4Ih7Oz83Z0hk315.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ২১ জুন, বুধবার, সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস। দেশের বিভিন্ন প্রান্তে যোগাসন করতে দেখা গিয়েছে নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। ভারতীয় সীমানায় ভারতীয় জওয়ানরা আজ যোগাসন করেছেন। প্রকাশ্যে এসেছে সেই ছবি। এবার সামনে এল সেনা প্রধান অনিল চৌহানের যোগাসন করার ছবি।
বুধবার দিন সকালে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী সহ অন্যান্য প্রতিরক্ষা কর্মীরা যোগ অনুশীলন করলেন। নয়াদিল্লির বিমান বাহিনীর স্টেশনে যোগাসন করতে দেখা যায় তাঁদের।
এই বছর পালিত হচ্ছে নবম আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশেষ দিনে পাহাড়ের কোলে বসে যোগ দিবস পালন করলেন ভারতীয় জওয়ানরা। এদিন সকালেই সিকিমে দেখা গেল, যোগাভ্যাস করছেন ভারতীয় সেনারা। ভারতীয় সেনার তরফে সেই ছবি পোস্ট করা হয়েছে।
Chief of Defence Staff General Anil Chauhan and Indian Air Force Chief Air Chief Marshal VR Chaudhari along with defence personnel practised Yoga at Air Force Station in New Delhi#9thInternationalYogaDaypic.twitter.com/iKW5nS8nQQ
— ANI (@ANI) June 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us