কার্গিল দিবসে ভারতের লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন সেনাপ্রধান

যারা সীমান্তে শত্রুকে ধাক্কা দিতে সর্বদা প্রস্তুত থাকবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kargil-vijay-diwas.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২৬তম কার্গিল বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে কার্গিলের দ্রাসে এদিন যোগ দেন সেনাপ্রধান। এদিন সেখান থেকেই ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, "যেসব বাহিনী ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং জনগণের ক্ষতি করার ষড়যন্ত্র করছে, ভবিষ্যতেও তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে, এটাই ‘নিউ নর্ম্যাল ইন্ডিয়া’। আমরা একটি উন্নত, আধুনিক এবং ভবিষ্যৎবাদী শক্তি হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছি। একটি নতুন ব্রিগেড প্রতিষ্ঠা করা হচ্ছে এবং আমি গতকাল এটি অনুমোদন করেছি। এতে যান্ত্রিক পদাতিক, সাঁজোয়া ইউনিট, কামান, লজিস্টিক এবং যুদ্ধ সহায়তা সহ বিশেষ বাহিনী থাকবে। বিশেষ বাহিনীও প্রতিষ্ঠা করা হয়েছে যারা সীমান্তে শত্রুকে ধাক্কা দিতে সর্বদা প্রস্তুত থাকবে। এটি আমাদের বাহিনীকে বহুগুণ বৃদ্ধি করবে। আমরা বিকশিত ভারত ২০৪৭ এর দৃষ্টিভঙ্গি পূরণ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত”।