'বিজেপির সমস্ত লোক কি নির্দোষ?'

কেজরিওয়ালের হয়ে সওয়াল সঞ্জয় রাউতের। একহাত নিলেন বিজেপিকে।

author-image
Pallabi Sanyal
New Update
adsxads

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দিল্লি আবগারী দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে ইডি তলব করেছে। এবার কেজরির পাশে শিবসেনার সঞ্জয় রাউত। তিনি প্রশ্ন তোলেন,  'বিজেপির সমস্ত লোক কি নির্দোষ?' 
বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ইডির-অভিযান, একের পর এক গ্রেফতারি নিয়ে সরব হয়ে শিবসেনা সাংসদ বলেন, "তাদের (বিজেপি) বিরোধী যারাই হোক না কেন, সেই নেতাদের উপর তারা অর্থ পাচারের অভিযোগ আরোপ করবে এবং তাদের বন্দি করবে। আমরা ছিলাম। সুপ্রিম কোর্টে শুনানি হল। মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তার জামিনের আবেদন খারিজ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের একজন মন্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে।  আপ, আরজেডি, তৃণমূল, এনসিপি  বা শিবসেনা, সকলের বিরুদ্ধেই মিথ্যা মামলা হয়েছে। এই সব দলের লোকদের রাজনৈতিকভাবে শেষ করার জন্য সিবিআই এবং ইডিকে কাজ দেওয়া হয়েছে।  অরবিন্দ কেজরিওয়ালকে তলব করা হয়েছে, কিন্তু বিজেপির সমস্ত লোক কি নির্দোষ? যদি অরবিন্দ কেজরিওয়াল আপনাদের দলে (বিজেপিতে) আসেন, তাহলে তাহলে তিনি হরিশ্চন্দ্র হয়ে যাবেন।"

hiring 2.jpeg