বিপদসীমার ওপরে বইছে বাঁধের জল, আতঙ্কে মানুষ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্য।

author-image
SWETA MITRA
20 Nov 2023
New Update
3 বাঁধ.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু (Tamilnadu)। এদিকে তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার পালানির কাছে ভারাধামানাধি বাঁধের জল বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। এহেন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।